নিউইয়র্কে তুরস্ক ও ইউক্রেনের প্রেসিডেন্টদের বৈঠক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে এই বৈঠকটি তুর্কি হাউসে অনুষ্ঠিত হয়।
তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তুরস্কের লক্ষ্য একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা করা। খবর আনাদোলুর।
তুরস্ক বারবার কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং যেকোনো শান্তি উদ্যোগে মধ্যস্থতাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
এর আগে ২০২২ সালের মার্চ মাসে তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম সরাসরি বৈঠকের আয়োজন করেছিল আঙ্কারা। এই প্রচেষ্টার ফলস্বরূপ, ২০২২ সালে কৃষ্ণ সাগর শস্য চুক্তি সম্পাদিত হয়েছিল, যা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রেখেছিল। তবে ২০২৩ সালের জুলাই মাসের পর রাশিয়া এই চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়, কারণ তারা রাশিয়ান শস্য রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার দাবি করেছিল।
আরো পড়ুন: নেতানিয়াহুকে হিটলার বললেন এরদোগান
তুরস্ক এখনো কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।