×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে কানাডার দম্পতি নিহত, মেলানি জোলির শোক প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

ইসরায়েলি হামলায় লেবাননে কানাডার দম্পতি নিহত, মেলানি জোলির শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

   

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত কানাডার এক দম্পতির প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মেলানি জোলি বলেন, ইসরায়েলি হামলায় নিহত কানাডার নাগরিক হোসেন ও দাদ তাবাজার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং লেবানিজ জনগণের পাশে আছি। খবর আনাদোলু এজেন্সির।

পররাষ্ট্রমন্ত্রী জোলি চলমান ইসরায়েল-লেবানন সংঘাতে বেসামরিক মানুষের বিপর্যয়কর পরিস্থিতি তুলে ধরে বলেন, বেসামরিক মানুষদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। তিনি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়ে বলেন, দুই পক্ষের মধ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দাল্লাহ বু হাবিবের সঙ্গে আলাপের কথাও উল্লেখ করেন জোলি। তিনি বলেন, আমরা লেবানিজ বেসামরিক জনগণের ওপর হামলার প্রভাব নিয়ে আলোচনা করেছি। তাদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

এদিকে, কানাডার মুসলিম সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এক বিবৃতিতে নিহত তাবাজা দম্পতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এই নিরীহ কানাডিয়ান দম্পতি কোনো অপরাধ করেননি, কিন্তু তারা প্রাণ হারিয়েছেন। আমরা ন্যায়বিচারের জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, গত সোমবার থেকে ইসরায়েল লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে, যাতে এখন পর্যন্ত ৬১০ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

আরো পড়ুন: ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হামাসের সঙ্গে ইসরায়েলের গাজা সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

আনাদোলু এজেন্সি অবলম্বনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App