×

আন্তর্জাতিক

যে কারণে মেরে ফেলা হয় বিপন্ন প্রজাতির ১০০ কুমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

যে কারণে মেরে ফেলা হয় বিপন্ন প্রজাতির ১০০ কুমির

ছবি: সংগৃহীত

   

থাইল্যান্ডের লামফুন প্রদেশের এক কুমির খামারে ১০০টিরও বেশি কুমির মেরে ফো হয়েছে। ‘ক্রোকোডাইল এক্স’ নামে থাইল্যান্ডের বিখ্যাত এক কুমির চাষি তার খামারে থাকা ১০০টিরও বেশি কুমিরে মেরে ফেলার বিষয়ে সংবাদ মাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন। তার প্রকৃত নাম নাথাপাক খুমকাডকে (৩৭)। শনিবার (২৮ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে জানান তার মালিকানাধীন কুমিরের খামারের সুরক্ষা দেয়াল ও খাঁচা ক্ষতিগ্রস্ত হওয়ায় কুমিরগুলো পালিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।  আর সেই ঝুঁকির মুখে পড়েই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয় খামারের মালিক নাথাপাক খুমকাডকে।

নাথাপাক গত ১৭ বছর ধরে লামফুন প্রদেশে এই কুমির খামার পরিচালনা করে আসছিলেন। তিনি সিএনএনকে বলেন, আমি দেখলাম খামারের দেয়াল ধসে পড়ার উপক্রম হয়েছে। আশেপাশে কোথাও কুমিরগুলোকে নিরাপদে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে, আমি আর কোনো উপায় না পেয়ে ১২৫টি কুমির মেরে ফেলেছি।

তিনি আরো বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটি। আমার পরিবার ও আমি আলোচনা করে ঠিক করি, দেয়াল ধসে পড়লে কুমিরগুলো লোকালয়ে ঢুকে মানুষ ও সম্পত্তির ওপর যে ভয়াবহ বিপদ ঘটাবে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। জননিরাপত্তার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিপন্ন প্রজাতির এই সিয়ামিজ কুমিরগুলো সারা বিশ্বে মাত্র কয়েকশটি টিকে আছে বলে ধারণা করা হয়। সুতরাং, লামফুন প্রদেশের এই ঘটনাটি আরো বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে এ বছরের সবচেয়ে শক্তিশালী এশীয় ঝড়, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। তীব্র বৃষ্টিপাত ও শক্তিশালী বাতাসে প্লাবিত হয় থাইল্যান্ডের উত্তরের বিস্তীর্ণ অঞ্চল। বাড়িঘর ও নদী পারের গ্রামগুলো পানির নিচে তলিয়ে যায়। ঘূর্ণিঝড়ে অন্তত ৯ জন নিহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানি উত্তপ্ত হচ্ছে, যা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি করছে। এর ফলে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাত আরো ভারী হচ্ছে। এমন ঘূর্ণিঝড়গুলো বন্য প্রাণীদের জন্যও বিপদ তৈরি করে, যেমনটা লামফুনের এই ঘটনাতেও দেখা গেছে।

নাথাপাক বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হই, যখন দেখি খামারের দেয়াল দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। তিনি জানান, কুমিরগুলোকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় মৎস্য দপ্তরের প্রধান পর্ণথিপ নুয়ালানং জানান, নাথাপাক তাদের অফিসকে আগেই সতর্ক করেছিলেন যে খামারের দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, নাথাপাকের এই পদক্ষেপ ছিল সাহসী ও দায়িত্বশীল। খামারের বড় কুমিরগুলো যদি ধানের খেত বা লোকালয়ে ঢুকে পড়ত, তাহলে জননিরাপত্তায় মারাত্মক ঝুঁকি তৈরি হত।

নাথাপাকের খামারের সবচেয়ে পুরনো পুরুষ কুমির, ‘আই হার্ন’ লম্বায় ছিলো প্রায় ৪ মিটার। তাকেও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করতে বাধ্য হন নাথাপাক।

থাইল্যান্ডে সিয়ামিজ কুমির বিপন্ন প্রজাতির হলেও, এগুলো ব্যাপকভাবে বেচাকেনা হয় এবং খামারগুলোতে পালন করা হয়। থাইল্যান্ডে প্রায় ১ হাজার ১০০টি বাণিজ্যিক কুমির খামার রয়েছে। খামারগুলো থেকে প্রতি বছর কুমির বিক্রি করে ৬০০ থেকে ৭০০ কোটি থাই বাথ আয় করে দেশটির খামারিরা।

নাথাপাকের খামার কুমিরের চামড়া সরবরাহ করে থাকে। এসকল চামড়া থেকে থেকে তৈরি হয় বিভিন্ন চামড়াজাত পণ্য। এছাড়াও তিনি কুমিরের মাংস হিমায়িত অবস্থায় স্থানীয় বাজারে বিক্রি করেন এবং শুকনো কুমিরের মাংস হংকংসহ বিভিন্ন দেশে রপ্তানি করেন।

আরো পড়ুন: মার্কিন ৩ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা ইয়েমেনের

কুমির খামারের এমন ভয়াবহ ক্ষতি সত্ত্বেও, নাথাপাকের খামারে এখনো ৫০০টি ছোট কুমির রয়েছে, যেগুলোর দৈর্ঘ্য ১ থেকে ৪ ফুট।

সিএনএন অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App