×

আন্তর্জাতিক

হুথি বিদ্রোহীদের ওপর হামলা করলো ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

হুথি বিদ্রোহীদের ওপর হামলা করলো ইসরায়েল

ছবি: দ্য গার্ডিয়ান।

   

ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের হুদাইদা বন্দর ও এর আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, এ অভিযানে শতাধিক যুদ্ধবিমান এবং গোয়েন্দা বিমান অংশ নেয়। হুথি বিদ্রোহীদের সামরিক অবস্থানকে লক্ষ্য করে চালানো এই হামলায় জ্বালানি সংরক্ষণাগার, বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম রাখার স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানানো হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, ইয়েমেনের হুদাইদা ও রাস ইসা এলাকায় হুথি বিদ্রোহীদের সামরিক সরঞ্জাম ও তেল পরিবহনের অবকাঠামো ধ্বংস করতে এই হামলা চালানো হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, এই হামলা করা হয় বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী হুথি সন্ত্রাসী অবস্থানগুলোর ওপর হামলা চালিয়েছে। ইরানের সহায়তায় পরিচালিত হুথিরা সম্প্রতি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে এই অভিযান। ইসরায়েলি সেনাবাহিনী যেকোনো দূরত্বে যেকোনো হুমকির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সমর্থনে পরিচালিত হয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানান, হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং হুথিদের মাধ্যমে ইরানের প্রভাব বৃদ্ধি রোধ করতেই এ ধরনের যৌথ হামলা করা হয়েছে।

গতকাল শনিবার হুথিদের এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়, যার লক্ষ্য ছিল তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমার বাইরে প্রতিহত করা হয়।

ইয়েমেনের হুদাইদা বন্দর ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই বন্দরটি ইয়েমেনের জনসংখ্যার জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। ইসরায়েলের বিরুদ্ধে হুথি বিদ্রোহীরা এ পর্যন্ত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং লোহিত সাগর দিয়ে বিশ্ব বাণিজ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।

হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে হুদাইদার বিস্তীর্ণ এলাকা ধুলোর মেঘে ঢাকা দেখা যায় এবং দূর থেকে বিশাল বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংকট ইসরায়েল ও হিজবুল্লাহসহ অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি, ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের বেকা উপত্যকায় এবং রাজধানী বৈরুতের দাহিয়া অঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে। এদিকে, হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মৃত্যু এবং এর প্রতিশোধ নেয়ার হুমকির ফলে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন: হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর কে হচ্ছেন হিজবুল্লাহ প্রধান?

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সিএনএন-কে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় একটি পূর্ণমাত্রার যুদ্ধ কোনো সমাধান হতে পারে না।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App