তেলআবিবে আত্মঘাতী হামলায় ৮ বসতি স্থাপনকারী নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ এএম

ছবি: সংগৃহীত
ইসরায়েলের রাজধানী তেলআবিবে আত্মঘাতী হামলায় অন্তত ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তেলআবিবের জেরুজালেম (কুদস) বুলেভার্ডের একটি ট্রেন স্টেশনে এই হামলা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই যুবক মেশিনগান নিয়ে বসতি স্থাপনকারীদের ওপর গুলি চালায়। ইসরায়েলের চ্যানেল ১২ এই হামলাকে অত্যন্ত ‘গুরুতর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে হামলাকারী দুই যুবককে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। খবর ইরনার।
এই হামলার ঘটনা এমন সময় ঘটলো যখন ইসরায়েলি বাহিনী গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর তাদের নির্মম হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের ওপর হামলা চালিয়ে ইসরায়েলি অপরাধের প্রতিশোধ নেবে।
আরো পড়ুন: ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, উদযাপন করছে ইরানিরা
অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক তাণ্ডব ও হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এমন হামলা বাড়তে শুরু করেছে।