×

আন্তর্জাতিক

ইয়াহিয়া সিনওয়ারের জীবিত থাকার কথা জানিয়েছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২২ এএম

ইয়াহিয়া সিনওয়ারের জীবিত থাকার কথা জানিয়েছে ইসরায়েল

ইয়াহিয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনের উগ্র সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার জীবিত আছেন এবং কাতারে থাকা মধ্যস্থতাকারীদের সঙ্গে পুনরায় যোগাযোগ করেছেন। ইসরায়েলের জনপ্রিয় ওয়েব পোর্টাল ওয়াল্লার বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনওয়ার কাতারে হামাসের মধ্যস্থতাকারীদের কাছে বেশ কিছু বার্তা পাঠিয়েছেন। তবে বার্তাগুলো ঠিক কখন পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। ইসরায়েলি কর্মকর্তারা উল্লেখ করেছেন, বার্তাগুলো থেকে কোনোভাবেই হামাসের অবস্থান নরম হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি। বিশেষ করে, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাসের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এর আগে, ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সিনওয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এমনকি হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন বলে খবর ছড়িয়েছিল।

ইসরায়েলি বাহিনী সম্প্রতি হামাস ও হিজবুল্লাহর ওপর চাপ বৃদ্ধি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হামাসের নেতাদের অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা, যেখানে সিনওয়ারের পুনরায় যোগাযোগ স্থাপন ইঙ্গিত দিচ্ছে যে, হামাস এখনো সংঘাত অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন: ইসরায়েলে ১৭৫টি রকেট হামলা চালালো হিজবুল্লাহ

এদিকে, কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App