কিয়েভের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ সংগ্রহ অব্যাহত রাখবে রাশিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ এএম

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রাশিয়া কিয়েভের সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগে প্রমাণ সংগ্রহ অব্যাহত রাখবে।
জাখারোভা বলেন, কিয়েভ বাহিনী যে বিষাক্ত রাসায়নিক রুশ সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করেছে, সেই সংক্রান্ত সব তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে রাশিয়া। পাশাপাশি, ডনবাসের রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে প্ররোচনামূলক হামলা চালানোর যে পরিকল্পনা করছে ইউক্রেনীয় যোদ্ধারা, সেসব তথ্যও রাশিয়া সংগ্রহ করবে। রাসায়নিক অস্ত্র কনভেনশনের সদস্য রাষ্ট্র ও জাতিসংঘের কাছে পাঠাবে। খবর তাসের।
তিনি বলেন, রুশ নাগরিকদের বিরুদ্ধে এসব অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করা হবে এবং তারা উপযুক্ত শাস্তি থেকে বাঁচতে পারবে না।
উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অস্ত্র ও কৌশল ব্যবহার করার অভিযোগ তুলে আসছে। এর মধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা নেই
রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে কিয়েভের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে যাচ্ছে এবং কিয়েভের এসব কর্মকাণ্ডের তদন্ত দাবি করছে।