×

আন্তর্জাতিক

রাশিয়ার নতুন পারমাণবিক নীতিকে স্বাগত জানাল বেলারুস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

রাশিয়ার নতুন পারমাণবিক নীতিকে স্বাগত জানাল বেলারুস

বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

   

বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার সাম্প্রতিক পরিমার্জিত পারমাণবিক নীতিকে তাদের পারস্পরিক অবস্থানের আরো দৃঢ় করার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুসে মোতায়েনের পর এই সমন্বিত অবস্থানকে আরো শক্তিশালী করেছে বলে তিনি জানান। সোমবার (৮ অক্টোবর) মস্কোয় সিআইএস সম্মেলনে যোগ দিতে ক্রেমলিনে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর তাসের।

লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের দীর্ঘদিনের অবস্থান আরো শক্তিশালী হয়েছে।’ তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘রেড লাইন’ বা সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ আমাদের সীমান্ত লঙ্ঘন করে, তবে প্রয়োজনে (এই অস্ত্র) ব্যবহার করা হবে।’

তবে তিনি জোর দিয়ে জানান, বেলারুস কখনোই একতরফাভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এমনকি এই অস্ত্র তাদের নিজেদের হলেও না। লুকাশেঙ্কো বলেন, ‘কোনো দেশই মিত্রদের পরামর্শ ছাড়া এমন অস্ত্র ব্যবহার করবে না, আমরাও এর ব্যতিক্রম নই। পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ উঠলে, রাশিয়ার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

আরো পড়ুন: ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অসম্ভব

রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুসে স্থাপনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তবে বেলারুসের মতে, এই পদক্ষেপ তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এবং এটি রাশিয়া-বেলারুসের কৌশলগত মৈত্রীকে আরো মজবুত করছে।

তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App