রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎকারে লুকাশেঙ্কোকে রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপস্টল দ্য ফার্স্ট-ক্যালড’ প্রদান করা হবে।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়া-বেলারুশের এই দ্বিপাক্ষিক বৈঠকটি মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত সিআইএস (স্বাধীন রাষ্ট্রের সম্মিলন) সম্মেলনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। এটি আগের দিন ক্রেমলিনে অনুষ্ঠিত অপ্রাতিষ্ঠানিক সিআইএস সম্মেলনের একটি ধারাবাহিকতা। খবর তাসের।
পুতিন এবং লুকাশেঙ্কো মধ্যে দৃঢ় বন্ধুত্ব রয়েছে, উল্লেখ করেছে ক্রেমলিন। দুই নেতা প্রায়ই একসঙ্গে সাক্ষাৎ করেন এবং নিয়মিত ফোনালাপ করেন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, ‘উভয়ের মধ্যে সহযোগিতার ফলে উভয় দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়েছে, যা ইউরোপের রাষ্ট্রগুলো এবং সিআইএসের স্বার্থ রক্ষায় সহায়ক।’ বুধবারের বৈঠকটি ২০২৪ সালের মধ্যে তাদের অষ্টম বৈঠক হবে।
গত ৩০ আগস্ট লুকাশেঙ্কোর জন্মদিনে তাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে রয়েছে। আমি নিশ্চিত যে, আমরা রাশিয়া এবং বেলারুশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা আরো শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখব।’
আরো পড়ুন: ইসরায়েল-হিজবুল্লাহর ভয়াবহ সংঘাত
ক্রেমলিনের ওয়েবসাইটে বলা হয়েছে, লুকাশেঙ্কোকে এই পুরস্কার দেয়া হচ্ছে ‘রাশিয়া ও বেলারুশের মধ্যে সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে অসামান্য অর্জনের জন্য’ এবং ‘রাশিয়ান ও বেলারুশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য।’ এছাড়া লুকাশেঙ্কোর কাছে ইউনিয়ন স্টেটের কার্যকর কার্যক্রম প্রতিষ্ঠার জন্য তার গুরুত্বপূর্ণ অবদানকেও গুরুত্ব দেয়া হয়েছে।