অবিবাহিত নারীরা জনগণের সম্পত্তি, জাকির নায়েকের মন্তব্যে সমালোচনার ঝড়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম

ছবি: সংগৃহীত
অবিবাহিত নারীদের পাবলিক প্রপার্টি (জনগণের সম্পত্তি) বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বক্তা ডা. জাকির নায়েক। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই মন্তব্যের জন্য তুলোধনা করেছেন জাকিরকে।
পাকিস্তানের একটি জনসমাবেশে ডা. জাকির নায়েক বলেন, 'অবিবাহিত নারীকে সমাজ সম্মান করে না। যদি নারীরা অবিবাহিত পুরুষ না পান সে ক্ষেত্রে তারা প্রয়োজন বিবাহিত পুরুষকে বিয়ে করুন। না হলে তারা পাবলিক প্রপার্টি (জনগণের সম্পত্তি) হয়ে যান। এর থেকে ভালো শব্দ আমার কাছে নেই। কোনো ভালো নারী যিনি বিয়ের জন্য অবিবাহিত পুরুষ পাচ্ছেন না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় দুটি বিকল্পের মধ্যে বেছে নিতে, সেক্ষেত্রে তিনি বিবাহিত পুরুষের সঙ্গে ঘর করতে চাইবেন।'
তার এই ভিডিও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের একাংশ জাকিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'মধ্যযুগের বর্বরতাও ছাপিয়ে গিয়েছে এই বক্তব্য। পাকিস্তানেই এই সমস্ত কথা বলা সম্ভব। অপর নেটিজেন লিখেছেন, 'আশ্চর্যের বিষয় হলো তার এই মন্তব্য সামনে বসে অনেক নারী এবং পুরুষ শুনছেন। কেন তারা প্রতিবাদ করলেন না!’
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন জাকির।
উল্লেখ্য, জাকির নায়েক, মূলত মুম্বাইয়ের বাসিন্দা, ভারত থেকে পলাতক ছিলেন, যেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়া, অর্থ পাচার এবং ঘৃণ্য বক্তব্যের একাধিক অভিযোগ রয়েছে। তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তার পাসপোর্ট বাতিল করেছে। জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং বক্তৃতা ও খুতবা দেয়া অব্যাহত রেখেছেন।