দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানে নিহত ১০০

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযানে গত এক সপ্তাহে ১০০ এর বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া, ৫০টি মিসাইল লঞ্চার ধ্বংস ও সীমান্তের কাছে ১২০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়েছে। খবর তাসের।
আইডিএফ আরো জানায়, অভিযানের সময় হিজবুল্লাহর ৬০টি কমান্ড সেন্টার ও বহু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল ‘অপারেশন নর্দান অ্যারোজ’ চালু করার পর থেকে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুর ওপর ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হলো দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সেখানকার হাজারো বাসিন্দা নিজেদের বাড়িতে ফিরতে পারেন।
গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন বলে জানা যায়। ১ অক্টোবর ভোরে ইসরায়েল লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয়।
আরো পড়ুন: গেট ভেঙে লেবাননে শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের ট্যাংক
ইসরায়েলি বাহিনীর এই হামলা ও অভিযান দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে এবং এর ফলে লেবাননজুড়ে উদ্বেগ বাড়ছে।