×

আন্তর্জাতিক

অভিবাসন নিয়ে কড়া সিদ্ধান্ত: পোল্যান্ডে আশ্রয় সাময়িকভাবে বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৭ এএম

অভিবাসন নিয়ে কড়া সিদ্ধান্ত: পোল্যান্ডে আশ্রয় সাময়িকভাবে বন্ধ

ছবি: সংগৃহীত

   

বেলারুশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে পোল্যান্ড সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটি অভিবাসনপ্রত্যাশীদের ‘অ্যাসাইলাম’ বা আশ্রয়ের অধিকার সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পোল্যান্ড এই সিদ্ধান্তের মাধ্যমে অনিয়মিত অভিবাসন হ্রাসে একটি কঠোর অভিবাসন কৌশল বাস্তবায়ন করতে চলেছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গত শনিবার এ বিষয়ে এক ঘোষণায় বলেন, ‘অভিবাসন কৌশলের একটি অংশ হিসেবে আমরা সাময়িকভাবে অ্যাসাইলাম বন্ধ করছি। আমি ইউরোপের কাছে আমাদের এই কঠিন সিদ্ধান্তের স্বীকৃতি চাইব।’

টাস্ক আরো উল্লেখ করেন, আশ্রয়ের অধিকারকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মানব পাচারকারীরা এমনভাবে ব্যবহার করছে যা এই অধিকারের প্রকৃত উদ্দেশ্যকে বিকৃত করেছে। বেলারুশ থেকে আসা অভিবাসীদের অনেকেই শুধু পোল্যান্ডে থেমে নেই, তারা আরো পশ্চিম দিকে জার্মানির দিকে অগ্রসর হচ্ছে।

পোল্যান্ড রাশিয়া ও বেলারুশকে অবৈধ অভিবাসন বৃদ্ধির জন্য সরাসরি দোষারোপ করেছে। ডোনাল্ড টাস্ক দাবি করেছেন, ইউক্রেন আগ্রাসনের পর থেকে এই দুই দেশ ইউরোপের স্থিতিশীলতা নষ্ট করতে অভিবাসীদের মাধ্যমে এক ধরনের ‘হাইব্রিড যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত অভিবাসী পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে, এবং এই পরিস্থিতি মোকাবিলায় পোল্যান্ডকে কঠোর অবস্থান নিতে হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অ্যাসাইলাম বা আশ্রয়ের প্রার্থী ব্যক্তিদের আশ্রয় দেয়ার অধিকার থাকা বাধ্যতামূলক। তবে পোল্যান্ডের নতুন এই সিদ্ধান্ত নিয়ে দেশটির অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। পোল্যান্ডের মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এই সিদ্ধান্ত অভিবাসীদের মানব পাচারকারীদের হাতে ঠেলে দিতে পারে।

ওয়ারশভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেলসিংকি ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস’ এর বোর্ড সদস্য মালগোরজাতা সুলেকা বলেন, ‘এখন সীমান্তে মানবিক সংকট চলছে, এবং এটি একটি উন্মুক্ত অভিবাসন রুট হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’

এনজিও ‘গ্রুপা গ্রানিকা’র সদস্য মারিসিয়া জ্লংকিভিজ আরও বলেন, ‘আশ্রয়ের অধিকার স্থগিত করা পোল্যান্ডের সংবিধানবিরোধী, এটি শুধু অভিবাসন সংকট আরো বাড়াবে।’

২০২১ সাল থেকে পোল্যান্ডে আশ্রয়প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা বেলারুশ হয়ে পোল্যান্ডে প্রবেশ করছেন। বেলারুশ ও রাশিয়ার সহায়তায় এই প্রবেশ প্রক্রিয়া সহজতর হচ্ছে বলে অভিযোগ করে আসছে পোল্যান্ড।

আরো পড়ুন: আলবেনিয়া সফরে তুরস্কের প্রেসিডেন্ট

প্রতিদিন অভিবাসীদের অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার ফলে পোল্যান্ডের সরকার কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কঠোর অভিবাসন কৌশল আদৌ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App