×

আন্তর্জাতিক

ইসরায়েলের হুমকিতে লেবানন ছাড়বে না জাতিসংঘ শান্তিরক্ষীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম

ইসরায়েলের হুমকিতে লেবানন ছাড়বে না জাতিসংঘ শান্তিরক্ষীরা

ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)কে তাদের অবস্থান ত্যাগ করার হুমকি দেওয়ার পরেও, শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ইসরাইলের পক্ষ থেকে যতই চাপ আসুক, তারা লেবাননে তাদের অবস্থান ছাড়বে না। তিনি উল্লেখ করেন, ইসরাইলি বাহিনী শান্তিরক্ষীদের 'ব্লু লাইন' থেকে পাঁচ কিলোমিটার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ব্লু লাইন হল লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা রেখার একটি চিহ্ন। আনাদোলু খবর দিয়েছে এই বিষয়ে।

টেনেন্টি আরও জানান, ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ক্যাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেখানে কাজ করা বেশ কঠিন হয়ে পড়েছে। শান্তিরক্ষীদের ঘাঁটিতে গত তিন দফা হামলায় পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দ্রুত একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে, যা বিশাল বিপর্যয়ের কারণ হতে পারে।

রোববার, ইউনিফিল জানিয়েছে, দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের শান্তিরক্ষী ক্যাম্পের গেট ভেঙে জোরপূর্বক প্রবেশ করেছে। তারা আরও জানায়, তাদের অবস্থানে ইসরায়েলি সেনাদের তিনটি প্লাটুনকে ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রবেশ করতে দেখা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, ‘এখন সময় এসেছে, আপনার হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এবং যুদ্ধের এলাকা থেকে ইউনিফিল প্রত্যাহার করার।’

আরো পড়ুন: লেবাননে ত্রাণ পাঠালো সৌদি আরব

ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় ১৪৩৭ জনের বেশি মানুষ নিহত এবং ৪১২৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া, প্রায় ১৩ লাখ লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App