×

আন্তর্জাতিক

মিশিগানে নির্বাচনী সমাবেশ

ট্রাম্প মুসলিম ভোটারদের কাছে আবেদন, মিশেল হ্যারিসের পক্ষে সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

ট্রাম্প মুসলিম ভোটারদের কাছে আবেদন, মিশেল হ্যারিসের পক্ষে সমর্থন

ছবি: রয়টার্স

   

মিশিগানে শনিবার (২৬ অক্টোবর) এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিম ভোটারদের কাছে ভোট দেয়ার আবেদন করেছেন। একইদিনে, এই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সমাবেশে সাবেক প্রথম লেডি মিশেল ওবামা কমলা হ্যারিসের পক্ষে আবেগপূর্ণ বক্তব্য রাখেন। 

মিশিগানে বর্তমানে যে ভোটারদের জন্য ট্রাম্প ও কমলা লড়াই করছেন, তাদের মধ্যে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররাও রয়েছেন। তারা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, অটোশিল্পের শ্রমিকরা বৈদ্যুতিক যানবাহন নিয়ে উদ্বিগ্ন। যা মার্কিন অটোশিল্পকে নতুন করে বদলে দিতে পারে। শ্রমিক ইউনিয়নের সদস্যরা মূলত ডেট্রয়েটে অবস্থিত।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভোটের দিন। তবে মিশিগানসহ বেশ কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে। ট্রাম্প ডেট্রয়েট শহরতলির নোভিতে এক জনসমাবেশে বলেন, তিনি সম্প্রতি স্থানীয় ইমামদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মুসলিম ভোটারদের সমর্থন পাওয়ার জন্য আহ্বান জানান। তার মতে, মুসলিমরা শান্তি চান এবং তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।

এদিকে, ট্রাম্প গাজায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানান, তবে তিনি যুদ্ধ কীভাবে শেষ করবেন সে বিষয়ে কিছু বলেননি। অটোশ্রমিকদের জন্যও তিনি প্রতিশ্রুতি দেন যে, তিনি দেশব্যাপী অর্থনৈতিক পতনের ধারাকে উল্টো দিকে নিয়ে যাবেন।

মিশিগানে মোট ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন এবং এখানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, যা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ। মিশিগান নির্বাচনে যে সাতটি প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্য রয়েছে, তার একটি।

অন্যদিকে, প্রায় ১৩০ মাইল দূরে কালামাজুতে, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবা ইত্যাদিতে ট্রাম্পের সঙ্গে মতের পার্থক্য তুলে ধরেন। সমাবেশে মিশেল ওবামা ট্রাম্প ও হ্যারিসের ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি নারী স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও আলোচনা করেন এবং বলেন, ট্রাম্প বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন।

মিশেল উল্লেখ করেন, ট্রাম্পের জেদের কারণে নারী হিসেবে আমাদের আনুষাঙ্গিক খরচের খাতায় চলে যেতে হবে। 

এদিনের সমাবেশ শেষে, ট্রাম্প মিশিগান থেকে পেনসিলভানিয়ায় যান এবং সেখানে পেন স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবেশ করেন। তিনি বলেন, নভেম্বরের ৫ তারিখে বড় জয় দিয়ে আমাদের শেষ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App