২০ ডলারে পেল ১০ লাখ ডলার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনার ব্যানার এলক এলাকায় এক ব্যক্তি যখন পাড়ার মুদিদোকানে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না যে ভাগ্য তার জন্য কতটা বিশেষ কিছু রেখেছে। সিএনএন-এর প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চৌকস কাঠমিস্ত্রি জেরি হিকস ওই দোকানের পার্কিং লটে একটি ২০ ডলারের নোট পড়ে থাকতে দেখেন। সেই নোটটি দিয়ে তিনি কিনে ফেলেন একটি লটারির টিকেট, যা ঘষে দেখতে পান যে তার ভাগ্যে কী লেখা আছে।
হিকসের ভাগ্য ছিল অসাধারণ—তিনি জিতে যান ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার। তিনি জানান, লটারির জন্য যে টিকেটটি তিনি কিনতে চেয়েছিলেন, সেই টিকেটটি না পেয়ে তিনি ‘এক্সট্রিম ক্যাশ’ নামে একটি টিকেট কিনেছিলেন। হিকস বলেন, আমি আসলে যে টিকিট কিনতে চেয়েছিলাম, সেই টিকিট খুঁজে পাইনি। তাই আমি এই টিকিটটি কিনেছিলাম।
উত্তর ক্যারোলাইনা এডুকেশন লটারির প্রধান কার্যালয় থেকে গত শুক্রবার হিকস তার পুরস্কার বুঝে নেন। লটারির নিয়ম অনুযায়ী, তিনি পুরো ১০ লাখ ডলার এককালীন না নিয়ে, ২০ বছর ধরে তা গ্রহণ করতে পারতেন। কিন্তু হিকস এককালীন ছয় লাখ ডলার গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কর দেয়ার পর, তিনি হাতে পেয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭ ডলার।
হিকস জানিয়েছেন, তিনি সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এই অর্থ ব্যবহার করতে চান। এছাড়াও, ৫৬ বছর বয়স হওয়ার পর কাঠমিস্ত্রি হিসেবে অবসর নেয়ার পরিকল্পনাও রয়েছে তার। এই জয়ের আনন্দ হিকস উপভোগ করতে চান।
তিনি আরো বলেন, আমরা এখন সরাসরি গোল্ডেন কোরালে (রেস্তোরাঁ) যাচ্ছি। তাদের যা আছে, তার সবকিছুই আমরা খাব।