×

আন্তর্জাতিক

সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ালো আরব আমিরাত

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ালো আরব আমিরাত

ছবি: সংগৃহীত

   

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আবারো বাড়িয়েছে আরব আমিরাত সরকার। এবার দুই মাসের জন্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার  । ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি অ্যান্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়।

ক্ষমাপ্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। 

১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন, সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ কনস্যুলেট, দুবাই কনসাল জেনারেল রাশেদুজ্জামান জানান, ৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০, হাতে লেখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭ টি। সর্বমোট ৫১  হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। অন্যদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে গেছেন ৪ হাজার ৭২ জন অবৈধ অভিবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App