×

আন্তর্জাতিক

মার্কিন নতুন পরমাণু বোমা, পলকে উবে যাবে ৬ লাখ মানুষ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

মার্কিন নতুন পরমাণু বোমা, পলকে উবে যাবে ৬ লাখ মানুষ!

ছবি: সংগৃহীত

   

আবারো পরমাণু বোমা তৈরি ও পরীক্ষার ঘোষণা দিয়েছে আমেরিকা। নতুন এই মারণাস্ত্র তৈরিতে কেন নজর দিল ওয়াশিংটন?

কারণ, দু’বছর পেরিয়ে গেলেও থামছে না রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে হামাস-হিজবুল্লাহ-হুথি ও ইরানের সঙ্গে একাধিক ফ্রন্টে লড়ছে ইসরায়েল। যার জেরে রক্তাক্ত পশ্চিম এশিয়া।

এই পরিস্থিতিতে হঠাৎ করেই ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ পরমাণু বোমা পরীক্ষার কথা ঘোষণা করেছে আমেরিকা। যা গত শতাব্দীর ‘শীতল যুদ্ধের’ (কোল্ড ওয়ার) সময়কার স্মৃতি ফেরাল বলে দাবি করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

নতুন এই বোমার শক্তি হবে হিরোশিমায় ফেলা বোমার ২৪ গুণ বেশি। চোখের পলকেই নাই হয়ে যাবে ৬ লাখ মানুষ!

গত বছরের ২৭ অক্টোবর নতুন করে অতি শক্তিশালী পরমাণু বোমা তৈরি এবং তা পরীক্ষার কথা ফলাও করে জানিয়ে দেয় ওয়াশিংটন। যার পোশাকি নাম ‘বি৬১-১৩’। 

আমেরিকার পত্রিকাগুলোর দাবি, এবার যে বোমাটির পরীক্ষা করা হবে, তা জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে ২৪ গুণ বড়। যদিও সেই পরীক্ষার দিনক্ষণ আটলান্টিকের পারের দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, যে জায়গায় ‘বি৬১-১৩’-র বিস্ফোরণ ঘটবে, সেখানকার ৮০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৬ লক্ষাধিক বাসিন্দা চোখের পলকে উবে যাবেন।

এছাড়া ওই ব্যাসার্ধের বাইরের দেড় কিলোমিটার এলাকাজুড়ে সব স্থাপনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ফলে সেখানকার বাসিন্দাদেরও হাওয়ায় মিলিয়ে যাওয়া অবশ্যম্ভাবী।

পরমাণুর তেজস্ত্রিয়তা যত দূর ছড়িয়ে পড়বে, তত দূর পর্যন্ত প্রায় কেউই বেঁচে থাকবেন না। তার পরও যাদের জীবন রক্ষা পাবে, তারা ক্যান্সারের মতো মারণরোগে আক্রান্ত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App