পেনসিলভেইনিয়ায় জিতলে পুরো জয়টা আমাদেরই হবে: ট্রাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

ডোনাল্ড ট্রাম্প
কিছুক্ষণ আগে ভোট শেষ হয়েছে পেনসিলভেইনিয়ায়, যে রাজ্যের ফল নিয়ে আলোচনা বেশ আগে থেকেই। ভোট শেষের কিছু আগে সে কথাই আবার যেন স্মরণ করিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের রাতে ফিলাডেলফিয়ার রেডিও স্টেশন টক রেডিও এর একটি শোতে সাবেক প্রেসিডেন্ট বললেন, আমরা পেনসিলভেইনিয়ায় জিতলে, পুরো জয়টা আমাদেরই হবে। সেসময় কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ক্রমাগত তার দিকে টানার চেষ্টায় তিনি একথাই বললেন। খবর: সিএনএন, বিবিসির।
মঙ্গলবারের (৫ নভেম্বর) ভোটে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভেইনিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে নজর সবার। এ অঙ্গরাজ্যে যে প্রার্থী জয় পাবেন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক কোটি ১৩ লাখ বাসিন্দার বৃহত্তম এ রাজ্য ঐতিহাসিকভাবে ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ১৯টি ইলেকট্রোরাল কলেজ ভোট রয়েছে। তবে এবার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জনমত জরিপগুলো আভাস দিয়ে আসছিল।
টক রেডিওতে শেষ মুহূ্র্তে নিজের পক্ষে টানতে ভোটারদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা অন্য যেকোনো সময়ের চেয়ে দেশকে আরও বড় জায়গায় নিয়ে যাব, এজন্য আরও কিছুক্ষণ লাইনে থাকুন। আপনাকে যাতে লাইনে দেরি করিয়ে দিতে না পারে খেয়াল রাখুন। এটাই আপনার আইনত অধিকার, ভেতরে গিয়ে ভোটটি দিন। কারণ, আমরা যদি পেনসিলভেইনিয়ায় জিততে পারি, পুরনো সেই দারুণ কমনওয়েলথে; মনে রাখবেন- আমরা পুরোটাই জিততে চলেছি। সবটা আমাদেরই হবে।