পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
ঘটনাটি নিশ্চিত করে সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।
নিহতের সংখ্যা সম্পর্কে ওই কর্মকর্তা আরো বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।