×

আন্তর্জাতিক

ট্রাম্প পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্ত করবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

ট্রাম্প পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্ত করবেন?

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ছবি: সংগৃহীত

   

সামরিক কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। দুইটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই তালিকায় জয়েন্ট চিফ অব স্টাফও থাকতে পারেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরে (পেন্টাগন) এমন রদবদল ঘটনা ঘটলে, তা হবে নজিরবিহীন। 

ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর সংশ্লিষ্ট ও নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, গত ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

এবারে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ‘সরব’ জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন। তিনি নির্বাচনী প্রচারকালে সেসব সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে কথা বলেছিলেন, যারা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় গোলযোগপূর্ণ অবস্থার জন্য দায়ী।

রয়টার্স পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তসংক্রান্ত পরিকল্পনার বিষয়ে বক্তব্য জানতে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই নিয়েতাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নতুন প্রশাসন সম্ভবত ট্রাম্পের জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সম্পৃক্ত মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর বেশি নজর দেবে।

এই কর্মকর্তা আরো বলেন, গত মাসে প্রকাশিত বব উডওয়ার্ডের 'ওয়ার' বইয়ে মিলিকে উদ্ধৃত করে ট্রাম্পকে 'ফ্যাসিবাদী' বলে অভিহিত করা হয়। এমনকি ট্রাম্পের মিত্ররা সাবেক এই প্রেসিডেন্টের প্রতি আনুগত্যহীনতার জন্য মূলত তাকে টার্গেট করেছে। ফলে মিলি যেসব কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ দিয়েছেন তাদের প্রত্যেককে ছাঁটাই করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফ অফ স্টাফের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন, বিমানবাহিনী, ন্যাশনাল গার্ড এবং স্পেস ফোর্সের প্রধান রয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App