×

আন্তর্জাতিক

রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

রাহুল গান্ধীর হেলিকপ্টারে নির্বাচন কমিশনের তল্লাশি

ছবি: সংগৃহীত

   

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে শনিবার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে তার হেলিকপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পরে এবার নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। খবর আনন্দবাজার পত্রিকার। 

শনিবার অমরাবতীতে নির্বাচনী-প্রচারে গেলে তার হেলিকপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করলেন কমিশনের কর্মকর্তারা। সমাজমাধ্যমে হেলিকপ্টারে রাখা ব্যাগ এবং অন্য লাগেজ পরীক্ষার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। 

প্রসঙ্গত, গত সোমবার উদ্ধব যভতমল জেলায় ওয়ানিতে প্রচারে যাওয়ার সময় তার ব্যাগে তল্লাশি চালানো হয়েছিল। এর পরে তিনি বলেছিলেন, এর পরে কি একই ভাবে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে? এর পর মঙ্গলবার লাতুরে ফের উদ্ধবের হেলিকপ্টারে তল্লাশি হয়।

এর পর বুধবার সকালে বিজেপির সাবেক সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালায় কমিশনের ‘টিম’। লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তার হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। শুক্রবার হিঙ্গোলিতে নিজের চপারে কমিশনের কর্মকর্তাদের তল্লাশির একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সেইসঙ্গে লিখেছিলেন, বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।

শুক্রবারই নাসিকে কংগ্রেস সভাপতি খড়্গের হেলিকপ্টার তল্লাশি করেন কমিশনের কর্মকর্তারা। অন্য দিকে, শুক্রবার উড্ডয়নের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় তিন ঘণ্টা আটকে ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুলের হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App