×

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে আবারো বোমা হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে আবারো বোমা হামলা

ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়। 

ইসরায়েলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে এবং এতে আগুনের গোলা সৃষ্টি হয়। তবে, এতে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এই হামলাকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে, তবে হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, এই হামলা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরাপত্তা সংস্থা ‘সিন বেট’-এর প্রধানের সঙ্গে কথা বলার পর দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। এটি ছিল নেতানিয়াহুর বাসভবনে দ্বিতীয় হামলা। 

এর আগে ১৯ অক্টোবর, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলাতেও প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। নেতানিয়াহুর বাড়িটি সিজারিয়া শহর থেকে হাইফা শহরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যেখানে হিজবুল্লাহ গোষ্ঠী নিয়মিত হামলা চালিয়ে থাকে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App