×

আন্তর্জাতিক

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, বন্দুকধারীকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, বন্দুকধারীকে হত্যা

ছবি: সংগৃহীত

   

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।  এসময় পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে ওই বন্দুকধারির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো। রবিবার (২৪ নভেম্বর) জর্ডানের নিরাপত্তা বাহিনীর সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজা এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে। এরইমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৪ হাজারের মতো। এরইমধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরাইলের অব্যাহত হামলা চলছে লেবাননেও। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমনে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এর আগে দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে।দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায়, যেখানে ইসরাইলি দূতাবাস অবস্থিত। এলাকাটি ইসরাইলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। গাজা যুদ্ধে ইসরাইল-বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময়। তবে গুলির ঘটনা এবারই প্রথম।

নিরাপত্তা কর্মীরা অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।পুলিশ বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। জর্ডানের ১ কোটি ২০ লাখের নাগরিকদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত, ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টি হলে বহু ফিলিস্তিনি জর্ডানে পাড়ি জমান। অনেকেরই জর্ডান নদীর  পাড়ে পারিবারিক সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে ক্ষোভের কারণ। তেলআবিবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিককরণকে তাদের অনেকেই ফিলিস্তিনি ভাইদের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App