×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন

ছবি: সংগৃহীত

   

যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় রহস্যজনক একাধিক ড্রোন দেখা গেছে। তবে ড্রোনগুলো কাদের তা এখনো জানা যায়নি। রবিবার (২৪ নভেম্বর) মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ) এসব তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

ইউএসএএফের দাবি, গত এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির ওপর ঘুরতে দেখা গেছে। যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি সেনাঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো কাদের, কেন তা বিমানঘাঁটির ওপরে ঘুরছে, সবই এখনো অজানা।

২০-২২ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলো কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা-ও এখনো স্পষ্ট নয়। 

আরো পড়ুন: গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি মন্ত্রী

যুক্তরাজ্যের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সব তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমানঘাঁটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

যে তিনটি বিমানঘাঁটির ওপর ড্রোন ঘুরতে দেখা গেছে, তার একটিতে ৪৮টি ফাইটার প্লেন বা যুদ্ধবিমান আছে। ইউরোপের যে কোনো জায়গায় কমব্যাটে যাওয়া সম্ভব এখান থেকে।

দ্বিতীয় বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে আছে সেনা সদস্যদের থাকার জায়গা।

গত সপ্তাহেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির ওপর ড্রোন দেখা গেছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App