×

আন্তর্জাতিক

চীনে বিশ্বের সর্ববৃহৎ ‘স্বর্ণের খনি’র সন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

চীনে বিশ্বের সর্ববৃহৎ ‘স্বর্ণের খনি’র সন্ধান

বিভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণের জমা হয়। ছবি: গেটি

   

চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে প্রায় এক হাজার মেট্রিক টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে বলে গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। 

হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, সম্প্রতি প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে সন্ধান পাওয়া স্বর্ণের খনিতে যে পরিমাণ মজুদ রয়েছে তার দাম আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ান। এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গেছে।

চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, খননের সময় অনেক জায়গায় স্বর্ণ দেখতে পেয়েছেন তারা।

আরো পড়ুন: আবারো পারমাণবিক পরীক্ষা করছে রাশিয়া!

খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির দুই হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ৩০ টন স্বর্ণ মজুত রয়েছে। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহারে দেখা গেছে, আরো গভীরে তিন হাজার মিটারে বিপুল পরিমাণ স্বর্ণ আছে। এ আবিষ্কার চীনের স্বর্ণ খাতে যেমন বড় প্রভাব ফেলবে, তেমনি এতে দেশটির খনিশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা আরো বাড়বে।

এই আবিষ্কারটি চীনের স্বর্ণ শিল্পের জন্য বড় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বর্ণ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ অবদান রাখছে। চীন ইতিমধ্যে চলতি বছরে ২ হাজার টনের বেশি মজুদ বিবেচনা করে বিশ্বের স্বর্ণের বাজারে আধিপত্য বিস্তার করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App