মুম্বাইয়ে বাসের ধাক্কায় নিহত ৬, আহত ৪৯

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে বাসের ধাক্কায় ছয়জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বের) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভির
সিসিটিভির ফুটেজে দেখা যায়, একটি বাস দ্রুতগতিতে এসে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
কর্তৃপক্ষ জানায়, সম্ভবত বাসটির ব্রেক ফেল করেছিল। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিয়ন ও কুরলা বাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা আরো জানায়, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক ভবনের সামনে কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে এ ঘটনা ঘটে।
জায়েদ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বাসা থেকে বের হয়ে রেলস্টেশনে যাওয়ার পরই ওই এলাকায় ব্যাপক চিৎকারের শব্দ শুনতে পাই। দৌড়ে এসে দেখি একটি বাস কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়েছে। যেখানে একটি অটোরিকশা ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি একটি পুলিশের গাড়িকেও ধাক্কা দেয়।
বাসটি ছিল ১২ মিটার লম্বা ও ইলেকট্রিক বাস। তিন মাস ধরে বাসটি রাস্তায় চলাচল করছে। এর মধ্যেই এ ধরনের ঘটনা ঘটল।