×

আন্তর্জাতিক

মায়ের মতোই উদ্ভাসিত হলেন প্রিয়াঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

মায়ের মতোই উদ্ভাসিত হলেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

   

মণিপুর ও সম্ভলে যা হয়েছে, তা প্রধানমন্ত্রীর মনে কোনো দাগ কাটেনি ৷ এ দুটি স্থানে  হিংসার ঘটনায় তিনি হতবাক। তিনি এটাও বোঝেননি যে সংবিধান আরএসএসের রুলবুক নয় ৷ লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদিকে এমনই ধারালো আক্রমণ শানালেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ সংসদে এটাই ছিল তার প্রথম বক্তৃতা ৷

২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফলকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী দাবি করেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভালো না হলে, এতদিনে ভারতীয় জনতা পার্টি সংবিধান বদলের কাজ শুরু করে দিত ৷ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লোকসভায় সংবিধান বিষয়ে একটি বিতর্কের সূচনা হয় ৷ এতে অংশ নিয়ে আসলে বিজেপিকে তুলোধনা করলেন দলের সাধারণ সম্পাদক ৷

১৯৯৯ সালে লোকসভায় বিরোধী দলনেতা হয়েছিলেন রাজীব-পত্নি সোনিয়া গান্ধি ৷ এদিনের প্রিয়াঙ্কা যেন মায়েরই প্রতিচ্ছবি ৷ সোনিয়ার মতো নাকের ডগায় চশমা এঁটে বক্তৃতা করছিলেন রাজীব-তনয়া৷ তৎকালীন প্রতিপক্ষ প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানিদের চোখা চোখা শব্দে আক্রমণ করতেন সোনিয়া। তা নিয়ে একবার কটাক্ষও করেছিলেন বাজপেয়ী। সোনিয়ার লেখা একটি চিঠির প্রথম অংশ পড়ে শোনাতে গিয়ে বাজপেয়ী বলেন, সোনিয়াজি একটি মাত্র প্যারায় আমার সম্পর্কে যে কটি বিশেষণ ব্যবহার করেছেন তা থেকে স্পষ্ট ইংরেজি ভাষায় তার (সোনিয়া) সম্পূর্ণ জ্ঞানই উজাড় করে দিয়েছেন। সিকি শতাব্দী বাদে নিজের প্রথম ভাষণেও মেয়ে যেন মায়েরই মতোই উদ্ভাসিত হয়ে উঠলেন। এদিকে বোনের এই প্রথম বক্তৃতা নিয়ে রাহুল গান্ধির প্রতিক্রিয়া, আমার প্রথম দিনের বক্তৃতা থেকে এটা অনেক ভালো ৷

সংবিধান নিয়ে বিতর্কে কংগ্রেস নেত্রী স্পষ্ট করেন, ন্যায়বিচারকে সুরক্ষা দেয় সংবিধান, ঐক্য এবং অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা ৷ কিন্তু গত ১০বছরে বিজেপির নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় সরকার সব দিক দিয়ে এই সংবিধান ভেঙে টুকরো করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে ৷ তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়ে কার্যালয়ের ভার গ্রহণের দিন নরেন্দ্র মোদি হাতে সংবিধান তুলে মাথায় ঠেকিয়েছিলেন ৷ সেই ছবি, ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ৷

এই ঘটনাতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী তার কপালে সংবিধান ছুঁইয়েছিলেন ৷ এদিকে সম্ভল, হাথরস এবং মণিপুরের মতো জায়গাগুলিতে মানুষ বিচারের জন্য হাহাকার করছেন, সেখানে তার কপালে কোনও ভাজ পড়েনি ৷ মনে হয় প্রধানমন্ত্রী বুঝতে পারেননি যে, এটা 'ভারতের সংবিধান', 'সঙ্ঘের বিধান' নয় ৷

তার বক্তৃতায় উঠে আসে বহুচর্চিত জাতভিত্তিক জনগণনার কথাও ৷ ওয়েনাড়ের সাংসদ বলেন, সমান্তরাল নিয়োগ ও বেসরকারিকরণের মধ্যে দিয়ে এই সরকার সংরক্ষণ নীতিকে দুর্বল করার চেষ্টা করছে ৷ লোকসভা ভোটের ফলাফল এমন না হলে, হয়তো এতদিনে সংবিধান বদলানোর কাজ শুরু করে দিত ৷ আসলে সত্যিটা হল, ওরা মুখে 'সংবিধান' উচ্চারণ করছে, কারণ তারা বুঝতে পেরেছে যে দেশের মানুষ সংবিধানকে বাঁচিয়ে রাখবে ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App