×

আন্তর্জাতিক

গাজায় জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিলো ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

গাজায় জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিলো ইসরায়েল

ছবি : সংগৃহীত

   

গত এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে আলজাজিরা জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

দেশটির এ হামলায় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের অনেকে মৃত্যুবরণ করেছেন। এরই মধ্যে জিম্মিদের নিয়ে নতুন তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

ইসরায়েলের এক কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস জানিয়েছে, গাজায় কয়েকজন জিম্মি জীবিত রয়েছেন। তবে তাদের জীবন শঙ্কায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনার মধ্যে এমন তথ্য দিয়েছে গোষ্ঠীটি।

এ কর্মকর্তা জানান, বেশিরভাগ জিম্মি কোথায় রয়েছেন তা ইসরায়েল জানে। তবে জীবিত জিম্মিদের সবার তালিকা হামাস দিয়েছে কিনা তা তিনি জানাতে অস্বীকার করেছেন।

কর্মকর্তা আরো বলেন, চুক্তির আওতায় ইসরায়েল যুদ্ধ সমাপ্তির দাবি মানবে না। তবে দীর্ঘ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে গাজায় আটকে থাকা শিশু, পাঁচজন নারী সেনা এবং বয়স্ক ও অসুস্থদের মুক্তি দেবে।

অন্যদিকে ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

প্রতিবেদনে প্রথম দফায় সামরিক বাহিনীতে কাজ না করা নারী জিম্মিদেরও অন্তর্ভুক্ত করা হবে কিনা তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে তাদেরসহ বয়স্ক এবং অসুস্থ জিম্মিদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রথম দফায় ৩৪ জিম্মিকে মুক্তির অনুরোধ করেছে। এসব জিম্মির মধ্যে ১১ জন সেনা রয়েছে। বিশেষ বিবেচনায় তাদের মুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে হামাস।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যানুসারে, গাজায় গত ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০১ জন জিম্মি রয়েছেন। তবে ডিসেম্বরের শুরুতে হামাস জানায়, তাদের মধ্যে অন্তত ৩৩ জিম্মি নিহত হয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App