×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিমানবন্দরে হুথির পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

ইসরায়েলের বিমানবন্দরে হুথির পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

   

ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর টাইমস অব ইসরায়েলের। হামলার এ ঘটনায় বেন গুরিয়ন বিমানবন্দরটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরায়েলজুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাঙ্কারে পাঠানো হয়।

টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশপাশে না আসার জন্য নির্দেশনা দেয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ৩০ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে। 

জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড আদম জানায়, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাঙ্কারে প্রবেশের সময় ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কয়েকদিন ধরেই ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা পালটা হামলা চলছে। বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুথি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App