দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ এএম

ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। পূর্ব এশিয়ার এই দেশটির মুয়ান শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১৮১ জন আরোহী ছিলেন।
রবিবার (২৯ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, জেজু এয়ারলাইন্সের ওই বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। বিমানের পেছনের অংশে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি, হয়তো পাখির কারণে বিমানটির যন্ত্রে সমস্যা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে দেয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এখন পর্যন্ত একজন কেবিন ক্রু এবং একজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৩২টি ফায়ার ট্রাক পাঠানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি।