×

আন্তর্জাতিক

সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা, ধনী চন্দ্রবাবু নাইডু: কার সম্পদ কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা, ধনী চন্দ্রবাবু নাইডু: কার সম্পদ কত?

ছবি: সংগৃহীত

   

ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর)-এর প্রকাশিত তথ্য এমনটাই জানিয়েছে । তার মোট সম্পত্তির পরিমাণ ১৫ লাখ ৩৮ হাজার ২৯ টাকা।

সোমবার (৩০ ডিসেম্বর) দেশের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে তাদের সম্পত্তির খতিয়ান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এডিআর। সেই প্রতিবেদন অনুসারে দেশটির গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোনো স্থাবর সম্পত্তি নেই।

২০১১ সাল থেকে এই নিয়ে টানা তিন দফায় দেশের গরিব মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বরাবরই জানিয়েছেন, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো বেতন নেন না। সাতবারের সংসদ সদস্য হিসেবে তিনি যে পরিমাণ পেনশন পান, তাও নেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কেবলমাত্র নিজের লেখা বই এবং গানের রয়্যালটি থেকেই রোজগার রয়েছে তার। একাধিক হাইপ্রোফাইল পদ সামলানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতার সাদামাটা জীবনযাপন বহুল চর্চিত। কালীঘাটে তার অনাড়ম্বর জীবন নজর কাড়ে সবারই।

এডিআরের প্রতিবেদনের ব্যাপারে তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়র জীবন কেবলমাত্র ভারতীয় বা এশিয়ানদের কাছেই বেঞ্চমার্ক নয়, তার নিঃস্বার্থ জনসেবা, কলকাতার একটি ছোট গলিতে তার সাদামাটা বাড়ি, এই গ্রহের কোনো জনপ্রতিনিধি তার জীবনযাত্রার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন না। তার এই জীবনযাপন কোনো সাধারণ গল্প নয়। ১০০ বছরেও এমনটা শোনা যায় না। 

এই প্রতিবেদন থেকে জানা যায়,  দেশের ধনীতম মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইড়ু। তেলুগু দেশম পার্টির সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকার বেশি। তার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮১০ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ১২১ কোটির বেশি।

কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে?

ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকার।

চন্দ্রবাবু নাইড়ু এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ-

> প্রেমা খান্দু (অরুণাচল প্রদেশ)- ৩৩২ কোটি টাকা

> সিদ্দারামাইয়া (কর্নাটক)- ৫১ কোটি টাকা

> নেফিউ রিও (নাগাল্যান্ড)- ৪৬ কোটি টাকা

> মোহন যাদব (মধ্যপ্রদেশ)- ৪২ কোটি

> এন রঙ্গস্বামী (পুদুচেরি)- ৩৮ কোটি

> রেবন্ত রেড্ডি (তেলঙ্গনা)- ৩০ কোটি

> হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড)- ২৫ কোটি

> হিমন্ত বিশ্ব শর্মা (অসম)- ১৭ কোটি

> কনরাড সাংমা (মেঘালয়)- ১৪ কোটি

> ওমর আবদুল্লা (জম্মু ও কাশ্মীর)- ৫৫ লাখ

> পিনারাই বিজয়ন (কেরালা)- ১ কোটি ১৮ লাখ

> আতিশি মারলেনা (দিল্লি)- ১ কোটি ৮১ লাখ টাকা

> ভজনলাল শর্মা (রাজস্থান)- ১ কোটি ৪৬ লাখ টাকা

> এন বীরেন সিং (মণিপুর)- ১ কোটি ৪৭ লাখ টাকা

> যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ)- ১ কোটি ৫৪ লাখ টাকা

> নীতীশ কুমার (বিহার)- ১ কোটি ৬৪ লাখ টাকা

> ভগবন্ত মান (পাঞ্জাব)- ১ কোটি ৯৭ লাখ টাকা

> মোহনচরণ মাঝি (ওডিশা)- ১ কোটি ৯৭ লাখ টাকা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App