×

আন্তর্জাতিক

চোর ধরিয়ে দিন, জিতুন ২২ কোটি টাকার পুরস্কার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

চোর ধরিয়ে দিন, জিতুন ২২ কোটি টাকার পুরস্কার!

ছবি: সংগৃহীত

   

উত্তর লন্ডনের একটি বিলাসবহুল বাড়ি থেকে এক কোটি পাউন্ড মূল্যের গয়না চুরির ঘটনা ঘটেছে, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য ১৫০ কোটি টাকারও বেশি। এই ঘটনায় ভুক্তভোগীরা চোর ধরতে এবং চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করতে মোট ১৫ লাখ পাউন্ডের পুরস্কার ঘোষণা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সমান। খবর: বিবিসির। 

গত ৭ ডিসেম্বর উত্তর লন্ডনের প্রিমরোজ হিলের কাছে অভিজাত অ্যাভিনিউ রোডের বাড়িটি থেকে চুরি হয়। গয়না ছাড়াও চুরি হয়েছিল দেড় লাখ পাউন্ড মূল্যের একটি ডিজাইনার হ্যান্ডব্যাগ এবং নগদ ৫ হাজার পাউন্ড। বাড়িটির মালিক ঘোষণা করেছেন, চোর গ্রেপ্তার ও শাস্তির জন্য সহায়ক তথ্য প্রদানকারীদের ৫ লাখ পাউন্ড পুরস্কার দেয়া হবে। এছাড়া, চুরি হওয়া গয়না পুনরুদ্ধারে সহায়ক তথ্য প্রদানকারীরা ওই গয়নার মূল্যমানের ১০ শতাংশ পুরস্কার পাবেন। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, চোরসহ চুরির মালামাল ধরিয়ে দিলে সর্বমোট ১৫ লাখ পাউন্ড পুরস্কার পাওয়া যাবে। 

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে উল্লেখযোগ্য কিছু আইটেম রয়েছে। যেমন—ডি বিয়ার্স ব্র্যান্ডের দুটি বাটারফ্লাই হিরার আংটি, ক্যাথরিন ওয়াংয়ের গোলাপি নীলকান্তমণি পাথরের বাটারফ্লাই ডিজাইনের কানের দুল, হিরা এবং নীলকান্তমণি পাথর দিয়ে তৈরি ভ্যান ক্লিফ ব্র্যান্ডের সোনার নেকলেস। চুরি যাওয়া জিনিসপত্রগুলো বিশেষ ডিজাইনের হওয়ায় সহজেই চিহ্নিত করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বিশ্বাস, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক ব্যক্তি বাড়িটির দ্বিতীয় তলার জানালা দিয়ে প্রবেশ করেছিল।

সন্দেহভাজন চোরের বয়স আনুমানিক ২০-এর শেষ থেকে ৩০-এর মাঝামাঝি এবং তিনি শ্বেতাঙ্গ। চুরির সময় তার পরনে ছিল কালো হুডি, কার্গো প্যান্ট এবং ধূসর রঙের বেসবল ক্যাপ। তিনি মুখ ঢাকা অবস্থায় ছিলেন। চুরির ঘটনাটি ঘটেছে উত্তর লন্ডনের অ্যাভিনিউ রোডে, যা মূলত সুইস কটেজ এবং রিজেন্টস পার্ক এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অভিজাত রাস্তা। এলাকাটি লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল সম্পত্তির জন্য বিখ্যাত।

পুলিশ এবং ভুক্তভোগীরা আশা করছেন, ঘোষিত পুরস্কার চুরির বিশেষ গয়না উদ্ধার এবং দোষীকে গ্রেপ্তারে সহায়ক ভূমিকা পালন করবে। এই ঘটনায় স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে পুলিশকে অবহিত করতে আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App