×

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৪ পিএম

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

ছবি : সংগৃহীত

   

অভিবাসী নিয়ে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় উপকূলের কাছে জোড়া নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) তিউনিসিয়ার একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ডুবে যাওয়া নৌকার আরো অন্তত ৮৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিভি নেটওয়ার্কটি জানিয়েছে, জাহাজগুলো সাব-সাহারান দেশ থেকে আফ্রিকানদের নিয়ে যাচ্ছিল।  এতে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে প্রায় ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে, যেখানে নৌকাগুলো ডুবে গেছে।

রেড ক্রস বৃহস্পতিবার সিএনএনকে জানিয়েছে, গত সপ্তাহে এই অঞ্চলে কমপক্ষে চারটি জাহাজডুবি হয়েছে, এতে মোট ৮৪ জন প্রাণ হারিয়েছে। এই বিপর্যয়ের মধ্যে তিনটি নৌকা তিউনিসিয়া থেকে এবং একটি লিবিয়া থেকে রওনা হয়েছে।

এর আগে গত বুধবার ইউনিসেফ জানায়, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে শত শত শিশু, যারা ভূমধ্যসাগরে পাড়ি দিয় অভিবাসন প্রত্যাশীদের পাঁচজনের মধ্যে একজন। এই শিশুদের অধিকাংশই সহিংস সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে বেড়াচ্ছে।

নববর্ষের প্রাক্কালে মধ্যরাতের ঠিক কয়েক ঘন্টা আগে, ইতালির ল্যাম্পেডুসার উপকূলে একটি নৌকা ডুবে যায়। 

ইউনিসেফ বলেছে, নারী ও শিশুসহ ২০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে।  বেঁচে যাওয়া সাতজনের মধ্যে ৮ বছর বয়সি এক শিশু রয়েছে যার মা নিখোঁজ।

ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় তিউনিসিয়া ইউরোপে অনিয়মিত অভিবাসীদের জন্য প্রধান পয়েন্ট হয়ে উঠেছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App