×

আন্তর্জাতিক

ছাত্রীদের শৌচাগারে ‘গোপন ক্যামেরা’, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

ছাত্রীদের শৌচাগারে ‘গোপন ক্যামেরা’, অতঃপর...

ছবি: প্রতীকী

   

ভারতের হায়দরাবাদের কাছে এক ইঞ্জিনিয়ারিং কলেজের শৌচাগারে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছে শিক্ষার্থীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেলের কর্মীরা এই কাজে জড়িত। এরইমধ্যে হোস্টেল কর্মীদের থেকে ১২টি মোবাইল জব্দ করেছে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হোস্টেলের পাঁচ জন কর্মীকেও তুলে নিয়ে গেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে জব্দ করা মোবাইলগুলো। 

জানা যায়, অভিযোগের ভিত্তিতে পাঁচ সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  

প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের হোস্টেলের শৌচাগারের পাশেই হোস্টেল কর্মীদের থাকার ব্যবস্থা করেন। এক ছাত্রী শৌচাগারে সন্দেহজনক অবস্থায় একটি ব্যক্তির ছায়া দেখতে পান। এরপর তিনি হোস্টেলের ওয়ার্ডেনকেও বিষয়টি জানান। ছাত্রীদের হোস্টেলে কেন পুরুষ কর্মীদের নিয়োগ করা হয়েছে, তা নিয়েও ওই ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

তবে হায়দরাবাদের সহকারী পুলিশ কমিশনার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, ওই হোস্টেলের কর্মীরা ভিডিও রেকর্ড করেছেন বলে এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্তদের ফোনে এখন পর্যন্ত কোনো আপত্তিকর ভিডিও পাওয়া যায়নি। তবে তারা ভিডিও মোবাইল থেকে মুছে ফেলেছেন কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনো প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App