×

আন্তর্জাতিক

করোনার মতো এইচএমপিভিও গোটা বিশ্বে ছড়াতে পারে, কী বলছে চীন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম

করোনার মতো এইচএমপিভিও গোটা বিশ্বে ছড়াতে পারে, কী বলছে চীন?

ছবি: সংগৃহীত

   

প্রাণঘাতী করোনা ভাইরাসের পর এবার চীনসহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। চীনের হাসপাতালগুলোতে ভিড় বাড়ার পাশাপাশি জনসাধারণের মাঝে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। নতুন এই ভাইরাসকে অনেকে তুলনা করছেন কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে। ফলে কোভিডের মতো এইচএমপিভিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে কি না, উঠছে সেই প্রশ্নও। 

এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) হিসেবে চিহ্নিত ভাইরাসটি এই শীতে উত্তর চীনের বিভিন্ন অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্তের হার বেশি। চীনের উহানে করোনাভাইরাসের উত্থানের বিষয়ে বিশ্বকে প্রথম সতর্ক করার পাঁচ বছর পর এইচএমপিভি’র প্রাদুর্ভাব ঘটল। বিশ্বব্যাপী মহামারিতে পরিণত হওয়া করোনায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

 এদিকে, চীনের বিভিন্ন হাসপাতালে মাস্ক পরা মানুষের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসার পর, এসব দৃশ্যকে কোভিডের প্রাথমিক প্রাদুর্ভাবের সঙ্গে তুলনা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট বলছে, ‘শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি থাকে। মাও নিং আরো বলেন,  রোগগুলো আগের বছরের তুলনায় কম গুরুতর এবং ছোট আকারে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, ভাইরাসটির সংক্রমণ ট্র্যাক করার জন্য চীনে একটি পাইলট প্রোগ্রাম চালু করা হয়েছে। 

হংকংয়ে এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়া কম্বোডিয়া এবং তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কম্বোডিয়ার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ এইচএমপিভি সম্পর্কে সতর্কতা জারি করেছে। পাশাপাশি, কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার সঙ্গে এর মিল আছে বলে উল্লেখ করেছে। 

তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য এইচএমপিভি ‘উচ্চ ঝুঁকির’। যদিও ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই। কারণ এটি ‘অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই’।  তবে প্রথমবারের মতো দেশটিতে তিন দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

 ভারতের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) কর্মকর্তা ডা. অতুল গোয়েল বলেন, চীনে মেটানিউমোভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে খবর পাওয়া গেছে। তবে মেটানিউমোভাইরাস অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই, যা সাধারণ সর্দি ঘটায় এবং খুব বয়স্ক ও খুব কম বয়সি বা শিশুদের মাঝে এটি ফ্লু-এর মতো উপসর্গের কারণ হতে পারে।

এদিকে নাগরিক এবং পর্যটকদের আশ্বস্ত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন,  আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে সরকার চীনে আগত দেশটির নাগরিক এবং বিদেশিদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল। চীনে ভ্রমণ করাও নিরাপদ।

আরো পড়ুন: বাংলাদেশসহ বিশ্বজুড়ে আবারো আসছে লকডাউন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App