×

আন্তর্জাতিক

আসামের কয়লাখনি থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম

আসামের কয়লাখনি থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

   

ভারতের আসামের দিমা হাসাও জেলার একটি কয়লাখনিতে আটকে পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটকে পড়া ছয়জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

হঠাৎ ঢুকে পড়া পানিতে পার্বত্য জেলাটির ওই খনির ভেতরে ছয় দিন আগে আটকা পড়েছিলেন তারা।

উদ্ধারকারীরা বলেন, গর্তে ঢুকে পড়া পানি অ্যাসিডিক ও ঘোলাটে হয়ে কয়লার সঙ্গে মিশে গেছে। এতে ভেতরটা ঠিকঠাক দেখা না যাওয়ায় উদ্ধারকাজ চালানো খুব কঠিন হয়ে গেছে। এর মধ্যেই উদ্ধারকারী দলের ডুবুরিরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর: এনডিটিভি

এনডিটিভি লিখেছে, দুর্ঘটনার ষষ্ঠ দিনে এসেও এখনো নিখোঁজ আরো অন্তত ছয় শ্রমিক।

শনিবার (১১ জানুয়ারি) সকালে খনি থেকে উদ্ধার করা তিন শ্রমিকের একজন ২৭ বছরের লিগেন মাগার, যিনি দিমা হাসাওয়ের বাসিন্দা। আরো দু’জনের পরিচয় জানার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আসামের উমরাংসো থানা এলাকার ওই কয়লাখনির এক শ্রমিক ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দেন ভারতীয় সংবাদমাধ্যমকে।

তিনি বলেন, ‘ঘটনার সময় খনিতে বহু শ্রমিক কাজ করছিলেন। আচমকা পানি ঢুকে পড়ায় সবাই চিৎকার করতে শুরু করেন। কমপক্ষে ৩০-৩৫ জন ওপরে উঠে আসতে পারলেও খনির মধ্যে কয়েকজন শ্রমিক আটকে পড়েন।’

ওএনজিসি ও কোল ইন্ডিয়ার আনা বিশেষ যন্ত্রের সাহায্যে প্রায় ৩১০ ফুট গভীর গর্তে জমে থাকা পানি বের করার কাজ চলছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এ ঘটনায় এরই মধ্যে উমরাংসো থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধভাবে খনিতে কয়লা উত্তোলনের কাজ চলছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকায় শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার একাধিক দল এবং সেনা, নৌ ও বিমানবাহিনী এ উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, সোমবার থেকে খনির ভেতরে আটকা পড়া ওই ৯ জনকে উদ্ধারে সেনাবাহিনী, ডুবুরি, হেলিকপ্টার ও ইঞ্জিনিয়ার মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধার কর্মীরা দড়ি, ক্রেন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বড়, খাড়া গর্তের একটি খনির মুখে দাঁড়িয়ে আছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর কয়লাখনিতে এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে।

২০১৯ সালে এ ধরনের বড় একটি ঘটনায় প্রতিবেশী রাজ্য মেঘালয়ে একটি অবৈধ খনিতে কাজ করার সময় জীবন্ত অবস্থায় চাপা পড়ে ১৫ খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App