কিশোরীর হাত ধরায় বৃদ্ধ গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১২ বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে অনুসরণ ও হাত ধরার অভিযোগে ৭২ বছর বয়সি বাদুইল জামাল নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এক দাড়িওয়ালা বৃদ্ধ ব্যক্তি ৮১তম স্ট্রিট এবং ৩১তম এভিনিউয়ের কাছে হাঁটতে থাকা একটি কিশোরীর কাছে যান। তিনি মেয়েটির হাত ধরে ফেলেন, কিন্তু মেয়েটি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।
ইস্ট এলমহার্স্টের ৮১তম স্ট্রিটে প্রকাশ্য দিনের আলোয় এ ঘটনার চারদিন পর পুলিশ তাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠায় বলে ১১৫তম প্রিসিঙ্কটের পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের মতে, এরপরও তিনি নিরুৎসাহিত হননি এবং তাকে অনুসরণ করে দ্বিতীয়বার মেয়েটির হাত ধরেন। পরে তিনি ৮১তম স্ট্রিটের উত্তর দিকে চলে যান। তবে এ ঘটনায় মেয়েটি কোনো আঘাত পায়নি।
৪ দিন পর ১০ জানুয়ারি বিকালে পুলিশ বাদুইল জামালকে গ্রেপ্তার করে। যিনি ৮১তম স্ট্রিটের বাসিন্দা এবং যেখান থেকে তিনি মেয়েটিকে অনুসরণ করা শুরু করেছিলেন বলে অভিযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, তাকে ১১৫তম প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হয়রানি, দ্বিতীয়-ডিগ্রি অনুসরণ এবং প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত বাদুইল জামাল কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।