×

আন্তর্জাতিক

সুদানের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৪ পিএম

সুদানের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

   

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। খবর: আলজাজিরার।

বিবৃতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।

এতে আরো বলা হয়, আল-বুরহানের নেতৃত্বে এসএএফ বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক আক্রমণ করেছে। যার মধ্যে রয়েছে স্কুল, বাজার, হাসপাতালসহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলা করা। বুরহানের বাহিনী নিয়মিত ও ইচ্ছাকৃতভাবে মানবিক অধিকার নষ্ট করেছে। তারা যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী।

এসএএফের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েক দিন পরই বুরহানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন ।

উল্লেখ্য, আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং একাধিক প্রদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

গৃহযুদ্ধে অন্যান্য অপরাধের মধ্যে ভয়ংকর একটি অপরাধ বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সুদানের রাজধানীতে যৌন সহিংসতা বেড়েছে । সুদানের যুদ্ধরত পক্ষগুলো ৯ থেকে ৬০ বছর বয়সী নারী ও মেয়েদের ওপর ব্যাপক যৌন হয়রানি করেছে। একই সঙ্গে তারা রাজধানীতে বেঁচে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পেতে বাধা দিচ্ছে।

অধিকার পর্যবেক্ষণকারী সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ ৪২ জন স্বাস্থসেবা কর্মী ও যৌন হয়রানির শিকারদের সঙ্গে কথা বলেছে। সংস্থাটি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া ও জোরপূর্বক যৌন হয়রানি এবং বাল্যবিয়ে সম্পর্কে সাক্ষ্য রেকর্ড করেছে।

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়। এপ্রিল থেকে ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে ১৮ জন স্বাস্থ্যকর্মী বৃহত্তর খার্তুমে যৌন নির্যাতনের শিকার ২৬২ জন মহিলা ও শিশুদের চিকিৎসা দিয়েছেন।

এইচআরডব্লিউর আফ্রিকাবিষয়ক ডেপুটি ডিরেক্টর ল্যাটিটিয়া বাডার বলেন, আরএসএফ সুদানের রাজধানীতে আবাসিক এলাকায় অগণিত নারী ও মেয়েকে ধর্ষণ, গণধর্ষণ এবং বাল্যবিয়েতে বাধ্য করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App