কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এই বলিউড অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

রুবি ধাল্লা। ছবি: সংগৃহীত
কানাডার আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশ নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক এমপি রুবি ধল্লা। তিনি কানাডার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিকভাবে লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করেছেন।
পাঞ্জাব থেকে অভিবাসিত এক পরিবারের সন্তান হিসেবে কানাডায় জন্ম রুবি ধাল্লার। ২০০৪ সালে প্রথমবার হাউস অব কমন্সে নির্বাচিত হন তিনি। তার আগেই মুক্তি পায় তার অভিনীত একমাত্র হিন্দি সিনেমা।
৫০ বছর বয়সী রুবি ধাল্লা দুই দশকেরও বেশি আগে একটি কম বাজেটের হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম ছিল কিউঁ? কিস লিয়ে?। এটি বলিউড-ধাঁচের একটি হিন্দি সিনেমা, যা হ্যামিল্টনের সিরিয়াল কিলার সুখবিন্দর ধিলনের প্রকৃত হত্যাকাণ্ডের বিচার নিয়ে তৈরি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে রুবি ধাল্লা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। পরের বছর, তিনি ব্র্যাম্পটন-স্প্রিংডেল থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।
আরো পড়ুন : কানাডার ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ উপদেষ্টার
রুবি ধাল্লা ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারীদের একজন, যিনি কানাডার পার্লামেন্টে নির্বাচিত হন। ২০০৬ এবং ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হলেও ২০১১ সালে পরাজিত হন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি মডেল এবং হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৩ সালে মিস ইন্ডিয়া কানাডা প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা তুলে ধরে নতুন করে আলোচনায় আসেন রুবি। পাশাপাশি মানব পাচার কঠোরভাবে দমনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হলে আমি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেব এবং মানব পাচার কঠোরভাবে বন্ধ করব। এটাই আমার প্রতিশ্রুতি।’ এই কঠোর অবস্থানের কারণে অনেকেই তাকে ‘লেডি ট্রাম্প’ বলে আখ্যা দিচ্ছেন।