২৭ বছর পর দিল্লি যাচ্ছে বিজেপির ঘরে!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
-67a476946f141.jpg)
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৭ বছর পর দিল্লি শাসন করার আশা দেখছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোটগ্রহণের পর অর্থাৎ বুথ ফেরত জরিপও (এক্সিট পোল) সেই ইঙ্গিত দিচ্ছে। আর এতে কপাল পুড়তে যাচ্ছে ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি)।
অন্তত ৮টি বুথ ফেরত জরিপ বলছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ ভোটাররাই জানিয়েছেন তারা বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন। ৭০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ৩৬ আসন। সেক্ষেত্রে বেশ এগিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি।
৬ষ্ঠ ও ৭ম লোকসভায় ভূমিধ্বস জয় পাওয়া এএপির এবার ভরাডুবি হচ্ছে, সেই ইঙ্গিত দিচ্ছে জরিপ সংস্থাগুলো। ২০১৫ সালে ৬ষ্ঠ লোকসভার ভোটে এএপি দখল করে ৬৭টি আসন এবং বিজেপি পেয়েছিল ৩ আসন। এরপর ২০২০ সালে ৭ম লোকসভার ভোটে এএপি পায় ৬২ আসন এবং বিজেপি পায় ৮ আসন। এই দুই নির্বাচনে কোনো আসন পায়নি কংগ্রেস।
পৃথক পৃথক বুথ ফেরত জরিপের ওপর ভিত্তি করে এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি ৪১টি আসন পেতে পারে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেতে পারে ২৮ আসন। আর কংগ্রেস পেতে পারে ১ আসন।
এছাড়াও সর্বশেষ পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল আশা জাগাতে পারে অরবিন্দ কেজরিওয়ালের। সেখানে বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তাই চূড়ান্ত ফলের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনই জানা যাবে কার দখলে যাচ্ছে দিল্লির মসনদ।
এদিকে, অরবিন্দ কেজরিওয়ালকে আশা দেখাচ্ছে অন্তত দুইটি বুথ ফেরত জরিপ। তারা বলছে, ৪৪ থেকে ৫২টি আসন পেতে পারে আম আদমি পার্টি। আর বিজেপির ঘরে যেতে পারে ১৮ থেকে ২৫টি আসন।