×

আন্তর্জাতিক

লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ব্রিটিশ এমপির ক্ষোভ, মাস্কের সমর্থন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম

লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ব্রিটিশ এমপির ক্ষোভ, মাস্কের সমর্থন

ছবি: সংগৃহীত

   

হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা নামের সাইনবোর্ড স্থাপন নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন ব্রিটিশ এমপি রুপার্ট লোয়ি। তার দাবি, লন্ডনের প্রতিটি স্টেশনের সাইনবোর্ডে শুধু ইংরেজি থাকা উচিত, অন্য কোনো ভাষা নয়।

ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ডানপন্থি জনতুষ্টিবাদী দল রিফর্ম ইউকের এই এমপি রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) হোয়াইটচ্যাপেল স্টেশনের বাংলা ও ইংরেজি সাইনবোর্ডের ছবি পোস্ট করে লিখেছেন, “এটা লন্ডন, এখানে স্টেশনের নাম শুধু ইংরেজিতেই থাকা উচিত।

লোয়ির এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দেয়। তার বক্তব্যের সমর্থনে ও বিরোধিতায় নানাজনের প্রতিক্রিয়া আসতে থাকে। এমন পরিস্থিতিতে এক্সের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক লোয়ির পোস্টে এক শব্দের মন্তব্য করে লেখেন, “ইয়েস।”

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ লোয়ির বক্তব্যকে সমর্থন করে বলছেন, লন্ডন ব্রিটেনের রাজধানী, তাই সাইনবোর্ডে শুধু ইংরেজি থাকা উচিত। তবে অনেকে এর বিরোধিতা করে যুক্তি দিচ্ছেন যে, লন্ডন বহু ভাষাভাষীর শহর, যেখানে বিভিন্ন ভাষায় সাইনবোর্ড থাকাটা স্বাভাবিক।

লোয়ির দৃষ্টিভঙ্গির প্রতি মাস্কের এই সমর্থন এমন সময়ে এলো যখন যুক্তরাজ্যের রাজনীতিতে টেসলার প্রধান নির্বাহীর সম্পৃক্ততা ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে। মাস্ক সম্প্রতি রিফর্ম ইউকের নেতা হিসেবে নাইজেল ফারাজেকে দেখতে চান বলে ইঙ্গিত দিয়েছেন; তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে ৬৭ বছর বয়সী লোয়ির প্রতিও স্পেসএক্স প্রতিষ্ঠাতার সমর্থন আছে বলেই মনে হচ্ছে।

হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা নামের সাইনবোর্ড যুক্ত করায় তিন বছর আগে ব্রিটিশ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছিলেন, এটি বাংলা ভাষার তাৎপর্যের স্বীকৃতি।

লন্ডন টিউব রেল হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে বাংলা ভাষাকে গ্রহণ করেছে জেনে গর্বিত, এটা ১,০০০ বছরের পুরনো ভাষাটির ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব ও প্রভাবের ইঙ্গিত, ২০২২ সালের মার্চে এক্সে এমনটাই লিখেছিলেন তিনি।

আরো পড়ুন: ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন মোদি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App