×

আন্তর্জাতিক

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারী আসছেন ২২ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১১:০৩ এএম

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারী আসছেন ২২ মার্চ

ফাইল ছবি

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারী আসছেন ২২ মার্চ
   

দুদিনের সফরে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী আসছেন ঢাকায় আগামী ২২ মার্চ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার এ সফর। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাংলাদেশের সঙ্গে নেপালের জনগণের শুভেচ্ছার নিদর্শন রাখতে আসছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে দক্ষিণ এশিয়ার চারজন শীর্ষ নেতা আসছেন। তারা হলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। করোনা মহামারির কারণে তাদের সফর আয়োজনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার বাইরের অতিথিরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী সফরকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে। নেপালের জনগণ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাশীল। তারা বঙ্গবন্ধুকে গোটা মানবজাতির নিপীড়িত মানুষের নেতা হিসেবে উল্লেখ করে থাকেন। বিদ্যা ভান্ডারী তার দেশের জনগণের এ বার্তা বাংলাদেশের নেতৃবৃন্দ ও জনগণের কাছে পৌঁছে দেবেন। তিনি ঢাকায় বঙ্গবন্ধুর ওপর স্মারক বক্তব্য দেবেন।

নেপালের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হবে। তার মধ্যে আছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি। এসব চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App