টিকা নিয়েও করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৫:২২ পিএম

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি সংগৃহিত
করোনার টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেবল তিনিই নয়, তার কার্যালয়ের আরো বেশ কয়েক জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। বুধবার (১৪ এপ্রিল) এক টুইটে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। করোনা পজিটিভ আসার পর থেকেই বাড়িতে আইসোলেশনে থেকে প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছেন। ঘরে বসে ভার্চুয়ালি যাবতীয় কাজকর্ম করছেন উত্তরপ্রদেশর এই মুখ্যমন্ত্রী।
ভারতীয় গনমাধ্যম জি-নিউজ জানিয়েছে, গত ৫ এপ্রিল লখনউয়ে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেদিন ভারতে বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা দেওয়া হয় তাকে।