×

আন্তর্জাতিক

বুধবার মমতার শপথে থাকবেন বিজেপি, সিপিএম নেতাসহ সৌরভ গাঙ্গুলিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ১০:২০ পিএম

বুধবার মমতার শপথে থাকবেন বিজেপি, সিপিএম নেতাসহ সৌরভ গাঙ্গুলিও

মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বাবের এই শপথ অনুষ্ঠানে থাকছেন সাবেক মুখ্যমন্ত্রী সিপিএমের বর্ষিয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ও বিসিসিআই প্রেসিডেন্ট সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ বিভিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা

   

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবেন আগামিকাল বুধবার। সীমিত পরিসরে হতে যাওয়া এই শপথ অনুষ্ঠানে বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বর্ষিয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (৪ মে) সকাল পৌনে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন মমতা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই এই অনুষ্ঠান অনাড়ম্বর রাখার কথা ঘোষণা করেছেন তিনি। তবে নীলবাড়ির লড়াইয়ে যুযুধান একাধিক বিরোধীরাও অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন।

সূত্রের খবর, রাজনৈতিক সৌজন্য মেনেই ওই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠানো হবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। তবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র তাঁর কাছে এসে পৌঁছয়নি বলে মঙ্গলবার জানিয়েছেন অধীর।

বিরোধী নেতা-নেত্রী ছাড়াও নিজের দলের বেশ কয়েক জনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী-সহ একাধিক নেতা-নেত্রী।

বুধবারের ছিমছাম অনুষ্ঠানে মমতা একাই শপথ নেবেন বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App