
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ১১:৪২ পিএম
আরো পড়ুন
নেপালে সংসদ ভেঙে ভোটের দিন ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২১, ০৫:০৫ পিএম

নেপাল সংসদ। ফাইল ছবি
সংসদ ভেঙে দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। শনিবার (২১ মে) সংসদ ভেঙে দিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপতি জানান, আগামী ১২ ও ১৯ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা কেউ সরকার গঠনে সমর্থ হয়নি। তাই জরুরি ভিত্তিতে মধ্যরাতের মন্ত্রিসভার বৈঠকের পর ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ওলি।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বরও সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। পরে গত ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে সংসদ পুনরায় কাজ শুরু করেছিল।
ফের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে নেপালে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

নেপাল সংসদ। ফাইল ছবি
সংসদ ভেঙে দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। শনিবার (২১ মে) সংসদ ভেঙে দিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপতি জানান, আগামী ১২ ও ১৯ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা কেউ সরকার গঠনে সমর্থ হয়নি। তাই জরুরি ভিত্তিতে মধ্যরাতের মন্ত্রিসভার বৈঠকের পর ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ওলি।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বরও সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। পরে গত ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে সংসদ পুনরায় কাজ শুরু করেছিল।
ফের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে নেপালে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।