আয়ারল্যান্ডে হারিকেনের আঘাতে ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম
ব্রিটেনের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে হারিকেন 'ওফেলিয়ার'র আঘাতে এক নারীসহ তিন জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে হারিকেনটি আঘাত হানে।
মঙ্গলবার সকালে বিবিসির খবরে বলা হয়েছে, হারিকেনের আঘাতে পৃথক ঘটনায় রাস্তার পাশের গাছ জিপ গাড়ির ওপর পড়লে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এছাড়া ঝড়ের সময় একটি গাছের আঘাত থেকে রক্ষার চেষ্টাকালে দুর্ঘটনার কবলে পড়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়।
আরায়ল্যান্ড ও ওয়েলসের উত্তরাঞ্চলে হাজার-হাজার ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ কোম্পানি আয়ারল্যান্ড ইলেকট্রিসিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত থেকে প্রায় ১৫ হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
এদিকে, স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, ঝড়টি ডামফ্রিজ ও গ্যালোওয়েতেও আঘাত হেনেছে।