×

জামায়াত

দুর্নীতিতে শিবিরের সম্পৃক্ততা পেলে সংবাদ প্রকাশের অনুরোধ: জবি ছাত্রশিবির সভাপতি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

দুর্নীতিতে শিবিরের সম্পৃক্ততা পেলে সংবাদ প্রকাশের অনুরোধ: জবি ছাত্রশিবির সভাপতি

ছবি: ভোরের কাগজ

   

শিবিরের কোন দায়িত্বশীল বা সদস্যের বিরুদ্ধে টেন্ডারবাজি দুর্নীতির অভিযোগ পেলে তথ্য প্রমাণসহ পত্রিকায় সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার। রবিবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. ইকবাল হোসেন শিকদার বলেন, ছাত্রশিবির বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা করে। কিন্তু দুঃখের বিষয় বিগত দিনে বিভিন্ন মিডিয়া ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের কাছে দানব হিসেবে উপস্থাপন করেছে।আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ প্রদত্ত রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাছাড়া আমাদের প্রতিটি কাজ নিজস্ব ‘কর্মপদ্ধতি’র আলোকে পরিচালিত হয়। অমুসলিম ছাত্রদের নিয়ে আমাদের কাজ করার পরিকল্পনা আছে। 

গোপন রাজনীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, আমাদের গোপন রাজনীতি করার কোন উদ্দেশ্য নেই, আমরা কোন সময় গোপনে রাজনীতি করি না। কিন্তু অত্যাচার নির্যাতনের মাধ্যমে দীর্ঘ সময় আমাদের দমন-পীড়ন করে রাখা হয়েছে। 

আরো পড়ুন: ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি জামায়াতের আমিরের, যা বললেন

শিবির কোন লেজুড়বৃত্তিক সংগঠন নয় দাবি করে ইকবাল হোসেন বলেন, ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র সংগঠন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অন্য কোন সংগঠন আমাদের কমিটি ঘোষণা দেয় না। শিবিরে সব সদস্য ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করে। এছাড়া প্রতিটা শাখা ইউনিটে সদস্যরা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে। দেশের ইসলামপন্থী অন্যান্য দলের সঙ্গে আমাদের যেরকম সহযোগিতার সম্পর্ক বিদ্যমান রয়েছে, জামায়াত ইসলামীর সঙ্গেও আমাদের সেরকম সম্পর্ক রয়েছে। 

জবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আমরা নিজেদের জনশক্তি হিসেবে কল্পনা করি। কে শিবির করে কে শিবির করে না, এভাবে আমরা শিক্ষার্থীদের বিভক্ত করি না। কোন শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা নিজেদের সীমিত সামর্থ্যের আলোকে সহায়তা করার চেষ্টা করি। শিক্ষার্থীদের স্বার্থই আমাদের কাছে প্রধান্য পায়।

মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রায় ৬০ জন সাংবাদিকসহ ছাত্র শিবিরের নেতারা অংশ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App