সিজিপিএ ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম

সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
স্নাতকে সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তার স্নাতক শ্রেণির চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়।
সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। স্নাতকোত্তর সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ফলাফল সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ বলেন, আলহামদুলিল্লাহ, স্নাতকের ফলাফল প্রকাশিত হলো আজ। সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এর মধ্যে দিয়ে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো।
আরো পড়ুন : একমাত্র কুরআনের শাসন ইনসাফ কায়েম করতে পারে : জামায়াত আমির
স্নাতকের ফল পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার এই ছোট্ট রেজাল্টের পেছনে যতটা না আমার মেহনত ভূমিকা রয়েছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা-মায়ের দোয়া। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই-বন্ধুদের সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি— আমার বাবা, মা, একমাত্র ছোট বোনকে।
বুধবার (২২ জানুয়ারি) ২০২৫ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট ইসলামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে তিনি প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।