×

খুলনা

পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চর

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চর

ছবি: সংগৃহীত

   

আওয়ামী লীগ সরকারের পদত্যাগে পরিবর্তিত পরিস্থিতিতে খুলনাসহ সারাদেশে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন, খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সংগঠনের সদস্য সচিব হেদায়েৎ হোসেন মোল্যা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতারা এ দাবি জানান। 

সারাদেশে নিহত ছাত্র-জনতা-সাংবাদিকের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি খুলনা প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাটে উদ্বেগ প্রকাশ করেন।

নেতারা এক বিবৃতিতে বলেন, পেশাজীবী সাংবাদিকরা সুনিদিষ্ট কোনো দলের হতে পারে না। মিডিয়ার অভ্যন্তরীণ পলিসির ওপরই সাংবাদিকদের কাজ করতে হয়। এ ক্ষেত্রে কাউকে হয়রানি কাম্য নয়। সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। 

আরো পড়ুন: নতুন যে নির্দেশনা দিল বাংলাদেশ সেনাবাহিনী

নেতারা, খুলনার দৈনিক খুলনা ও দৈনিক দেশসংযোগ পত্রিকা অফিসে হামলা ভাংচুর, লুটপাট, খুলনার পেশাজীবী সাংবাদিকদের বাড়িতে হামলা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলা, টিভি স্টেশন ও পত্রিকা অফিস ও বাসা বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও হুমকি প্রদানের নিন্দা জাানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান। 

বিবৃতিদাতারা হলেন- পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ, খুলনার আহ্বায়ক এস এম হাবিব, সদস্য সচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে বাপী, সুমন আহমেদ, নেয়ামুল হোসেন কচি, এম এ জলিলসহ নেতারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App