শালিখায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাসের বসত ঘর সংলগ্ন সার ও কীটনাশকের গুদামে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্ব্বৃতরা। তবে, অল্পের জন্য রেহাই পেয়েছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে শালিখার চুকিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে শুধু ধোঁয়া দেখতে পাই। তাড়াতাড়ি ২য় তলার কক্ষ থেকে নিচে নেমে দেখি আমাদের বসত ঘরের পাশে সার ও কীটনাশকের গুদামে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তখন আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এসময় আমরা আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা অনেক দেরিতে আসে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। তিনি বলেন, আমার বড় ছেলে প্রতুল বিশ্বাসের সার ও কীটনাশকের দোকান আছে। আর বাড়িতে গুদাম। যেখানে সার কীটনাশক ছিলো। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শালিখার আড়পাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা বুঝা যায়নি। আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি, এই মুহুর্তে বলতে পারবো না।